তিমির বনিক,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে জোড়া লাগানো যমজ মেয়ে শিশুর জন্ম হয়েছে। বুধবার (৫ মে ) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে শিশু দুটির হাত-পা, মাথা আলাদা হলেও জোড়া পেট নিয়ে শিশু দুটির জন্ম হয়।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামের পান দোকানদার জুয়েল আহমদের স্ত্রী তাহমিনা বেগম বুধবার রাতে জান্নাত প্রাইভেট হাসপাতালে সিজারে মাধ্যমে জন্ম নেয় দুই যমজ শিশুর। শিশুর বাবা জুয়েল আহমদ স্থানীয় সংবাদকর্মীদের বলেন, বাচ্চা দুটিকে বাঁচাতে হলে ঢাকায় হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। শিশু দুটির চিকিৎসার বিশাল ব্যয়বহুল তার পক্ষে বহন করা সম্ভব না।
তিনি বলেন, আমি অত্যান্ত গরিব মানুষ ঢাকায় নিয়ে শিশু দুটিকে সুচিকিৎসা করা আমার সাধ্যের বাহিরে। তাই আমি গণমাধ্যমের সহায়তায় জনদরদী,বৃত্তশালী ব্যক্তি সহ মাননীয় প্রধানমন্ত্রীর ও ডাক্তারবৃন্দদের সকলের সহযোগিতা কামনা করছি।নয়তো সদ্য জন্মানো শিশু বাচ্চাদের কি হবে আমার জানা নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *