স্পোর্টস ডেস্ক/S.H:

অসাধারণ জয় দিয়ে ইতিহাসে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। ২৯ জুন রাতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয়েছিল সুইসরা। ৩-৩ গোলে ড্র করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এমবাপের পঞ্চম শটটি দারুণ ভাবে রক্ষা করেন সুইস গোলরক্ষক সমার।

মঙ্গলবার রাতে উইরোর নক আউট পর্বে সুইজারল্যান্ড মুখোমুখি হয় ইউরোপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের বিপক্ষে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটা সহজ ছিলনা সুইসদের জন্য। তবে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ ভাবে খেলে ফুটবল বিশ্বকে অবাক করে দেয় সুইজারল্যান্ড। শুরুর ১৫ মিনিটেই লিড নেয় সুইজারল্যান্ড। সুইসদের হয়ে প্রথম গোলটি করেন হ্যারিস সেফারোভিচ। এরপর প্রথমার্ধে গোলের মুখ দেখেনি দু’দলের কেউই। দ্বিতীয়ার্ধে শুরু হলে মাঠে নামেন ফ্রান্সের অন্যতম সেরা খেলোয়াড় করিম বেনজেমা। রিয়ালের তারকা হাত ধরে বাজিমাত করেন ফ্রান্স। পরপর দুই গোল দিয়ে লিড নেয় ইউরো রানার্স আপরা। ৭৫ মিনিটে নিজেদের খাতায় তৃতীয় গোলটি যোগ করেন পল পগবার৷ যেখানে ফ্রান্স জয়ের সুবাস নিয়ে ম্যাচ এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই শেষ সময়ে পরপর দুই গোল দিয়ে সমতা আনেন সুইস বাহিনী। অতিরিক্ত ৩০ মিনিটে আক্রমণাত্মক খেলা খেলেও গোলের মুখ দেখেনি দুদলের কেউ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানে বাজিমাত সুইজারল্যান্ডের। পাঁচটি শটের ৫ টিই ফ্রান্সের জালে পাঠান সুইসরা। প্রথম চারটি শটও দারুণ ভাবে জালে পাঠান ফরাসি খেলোয়াড়রা। তবে বিপত্তি বাধে এমবাপের নেয়া পঞ্চম শটে। সুইস গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে গোল রক্ষা করে সুইজারল্যান্ড নিয়ে যায় ইতিহাসে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল। সুইস সাপোর্টার ও দলকে দেখা যায় অবিশ্বাস্য জয়কে উদযাপন করতে। আর একই মাঠে বেনজেমার দলকে দেখা যায় বিদায়ের দুঃখ নিয়ে পড়ে থাকতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *