আন্তর্জাতিক ডেস্কঃ টুইটার ব্যবহারকারীদের জন্য আসলো নতুন সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড (ব্লু টিক চিহ্ন) করতে ব্যবহারকারীকে মাসিক ৮ ডলার বা ৮১২ টাকা গুনতে হবে। আজ বুধবার (২ নভেম্বর)) প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক এ তথ্য জানিয়েছেন।

এক টুইটবার্তায় ইলন মাস্ক জানান, চার্জ ছাড়া ব্লু টিক জমিদারি সিস্টেম। জনগণের কাছে থাকবে ক্ষমতা। মাসে ৮ ডলার চার্জ দিতে হবে। ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে দেশের আনুপাতিক হারে মূল্য সামঞ্জস্য করা হবে। তিনি আরো বলেন, অ্যাকাউন্ট ভেরিফাইড ব্যবহারকারীরা রিপ্লাই, মেনশন এবং সার্চে অগ্রাধিকার পাবেন এবং দীর্ঘ ভিডিও এবং অডিও পোস্ট করতে পারবেন।

ইলন মাস্ক দায়িত্ব নেয়ার পর ব্যবহারকারীদের জন্য এ প্রথম বড় ধরনের কোনো পরিবর্তনের ঘোষণা আসলো।

এর আগে, মাস্ক টুইটারের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন।

এদিকে, সাম্প্রতিক এক জরিপে অংশ নেয়া ৮০ শতাংশেরও বেশি টুইটার ব্যবহারকারী জানান তারা ব্লু টিক চিহ্নের জন্য কোনো অর্থ প্রদান করবেন না। আর ১০ শতাংশ ব্যবহারকারী বলেছেন তারা মাসে ৫ ডলার দিতে ইচ্ছুক।