হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বালিয়াডাঙ্গী থানা কর্তৃপক্ষের উদ্যোগে গত রবিবার (৬ ফেব্রুয়ারি) থানা সভাকক্ষে এ মত বিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াঙ্গী প্রেসক্লাব সভাপতি  রমজান আলী, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান, বালিয়াঙ্গী উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীসংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাধারন সম্পাদক মো.বিপ্লব ও আনোয়ার হোসেন আকাশ।

আরো বক্তব্য দেন, সাংবাদিক হারুন-অর-রশিদ, আল মামুন জীবন,আবুল কালাম আজাদ, সফিউল আলম, এন এম নুরুল ইসলাম, দবিরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ রায়হান, দুলাল রব্বানী, আব্দুস সবুর, মিন্নাত আলী, মো. সুমন,  রুবেল হক, মোস্তাফিজুর রহমান, আক্তারুল ইসলাম প্রমুখ।

এ সময় থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও  পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার বর্তমান প্রেক্ষাপটে মাদক ও ছিনতাই রোধসহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে ওসিকে অবহিত  করেন।এবং এসব অপরাধমূলক কর্মকান্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালনের আহবান জানান।

নবাগত ওসি তার বক্তব্যে বলেন, এ উপজেলায় মাদক,চুরি,ছিনতাই, জুয়াসহ সকল প্রকার অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ধরনের অপরাধের সাথে কখনও আপোষ করবেন না বলেও তিনি জানান।