হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মঙ্গলবার ২৭ ডিসেম্বর দুপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গাড়ির মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার কাঠালডাঙ্গী বাজার সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিসট্রেট এ কে এম শরিফুল হক। এইসময় কয়েকটি গাড়ি পালিয়ে যায় এবং বালু বোঝায় একটি গাড়িসহ একজনকে আটক করা হয়।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম শরীফুল হক বলেন, কাঠালডাঙ্গীবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি লংঘনের দায়ে ওই বালুর গাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে ঘটনাস্থলে বালু ভর্তি ট্রাক জব্দ করে পরে মুচলেকা গ্রহণ ও জরিমানা আদায়পূর্বক তাকে ছেড়ে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে মর্মে ইউএনও জানান।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান