হুমায়ুন কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের ডাকে সারাদেশে বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ শনিবার ২৫ ফেব্রুয়ারি জেলা শহরে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায়  দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শান্তি সমাবেশ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান মুহা. সাদেক কুরাইশী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সদর উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়াম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবু, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশব্যাপী বিএনপি, জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি, জামায়াত দ্রব্য মূল্যের দাম নিয়ে নানা বিষয়ে নৈরাজ্য ও ষড়যন্ত্র শুরু করেছে। তাই তাদের নৈরাজ্য ও ষড়যন্ত্র বিরুদ্ধে রুখতে দেশ জুড়ে শান্তি সমাবেশে করা হচ্ছে। এছাড়াও আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা।