হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শুক্রবার ২০ আগস্ট বাল্য বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন এপি’র প্রোগাম  ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও আয়োজনে এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে সংলাপ অনুষ্ঠানটি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। বক্তব্যে তিনি বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন।
এ সময় বাল্য বিবাহ বন্ধে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য দেন ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, নূরে আলম শাহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ইউনিসেফের গবেষণা মতে বিশ্বের ২১ শতাংশ কিশোরীর বিয়ে হচ্ছে ১৮ বছরের আগে। এই ধারা যদি অব্যাহত থাকে তবে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে ১০ কোটি ১০ লাখেরও বেশি কিশোরীর বাল্য বিবাহ হয়ে যাবে।’
ওযার্ল্ড ভিশনের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে ৪৮৬টি বাল্য বিবাহ হয়েছে। অথচ তার আগের বছরে এ সংখ্যা ছিলো মাত্র ১৫৯টি। সে হিসেবে করোনাকালীন দেশে বাল্য বিবাহ বেড়েছে ৩ গুণ।
তারা আরও বলেন ‘আমরা যদি শিশুদের স্কুলে যাওয়া নিশ্চিত করতে পারি, কিশোরীদের ক্ষমতায়ন করতে পারি, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি, স্থানীয় সরকারকে আরও বেশি কার্যকরী করতে পারি তবেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব। আর তা নাহলে মহামারি আকারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে বাল্যবিবাহ।
এ সংলাপ অনুষ্ঠানে ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *