ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সড়কের কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ। সদর উপজেলার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী বড়খোচাবাড়ী হাটের সবজিবাজারের ভিতর দিয়ে নির্মাণাধীন  সড়কের কাজে এ ঘটনা ঘটে।

জানা গেছে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দিলে শুক্র ও শনিবার রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকে, কিন্তু ১৯ সেপ্টেম্বর রবিবার পুনরায়  নির্মাণ কাজ শুরু করেন নির্মাণ কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।

স্থানীয়দের অভিযোগ, কোন রকম টেন্ডার ছাড়ায় ৯ লক্ষ ১৪ হাজার টাকার সড়ক নির্মাণ কাজ পান জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মো: আলাল মাষ্টার।এবং তিনি  চরম অনিয়মের মধ্য দিয়ে কাজটি দ্রুত শেষ করার চেষ্টা করেন। যাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, ইস্টিমেটে উল্লেখিত নির্দেশনা না মানাসহ নানা অভিযোগ তুলেন স্থানীয়রা ।

জানা গেছে, সদর উপজেলার খোচাবাড়ী হাটের সবজিবাজারের মধ্য দিয়ে একটি সড়ক তিন দফায় নির্মাণ করছেন জগন্নাাথপুর ইউপি চেয়ারম্যান আলাল মাষ্টার। প্রথম ও দ্বিতীয় দফার কাজ সন্তোষজনক হলেও তৃতীয় দফার ৪২০ মিটার রাস্তার কাজ নির্মাণে চরম অনিয়মে জড়িয়ে পড়েন তিনি।

কাজের ইস্টিমেটে বেডে ৬ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও সেখানে দেওয়া হয় এক থেকে দেড় ইঞ্চি বালু, ১ নম্বর ইটের খোয়ার স্থলে ব্যবহার করা হয় ৩ নম্বর ইটের খোয়া, রডের ডিসটেন্স ৮ ইঞ্চি পরপর দেওয়ার কথা উল্লেখ থাকলেও সেখানে রডের ডিসটেন্স দেয়া হয় ১২ ইঞ্চি।

এ ব্যাপারে জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: রায়হান জানান, হাটের ভিতর দিয়ে নির্মাণাধীন সড়কটি অনিয়মের অভিযোগে স্থানীয়রা বন্ধ করে দিয়েছে।এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনিয়মের সত্যতা পাই। তিনি আরো বলেন, খোচাবাড়ী হাট জেলার একটি ঐতিহ্যবাহি হাট, প্রতি সপ্তাহে এই হাটে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষের সমাগম হয়।নিম্নমানের কাজ হলে তা বেশিদিন স্থায়ী হবে না।ফলে আবারও দুর্ভোগে পড়বে জনগণ।আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন রবিবার সকালে কাজের ঠিকাদার ইউপি চেয়ারম্যান আলালকে রাস্তার নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু তার নির্দেশ উপেক্ষা করেই রাস্তার নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়।

প্রকৌশলী জানান অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি, তারপরও যদি কাজ অব্যাহত রাখে তাহলে তদন্ত সাপেক্ষে পুনরায় সে কাজ করিয়ে নেওয়া হবে।

সড়ক নির্মাণ কাজের ঠিকাদার ও জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আলাল মাস্টার সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কোন ধরনের অনিয়ম হয়নি। বাজেট স্বল্পতার কারণে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসিই সড়কের নির্মাণ কাজ বন্ধ করেছে, আবার তারাই দাঁড়িয়ে থেকে সড়কের কাজ সমাপ্ত করেছে।

ঠাকুরগাঁও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, খোচাবাড়ী হাটে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পেয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।পরবর্তীতে সরেজমিন পরিদর্শন পূর্বক দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *