হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক গত বুধবার জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট  আজিজুর রহমানের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা। এ সময় শপথবাক্যে অংশগ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সহ-সভাপতি অ্যাড. ফজলুল হক, আবু মনসুর বাবুল, সাধারণ সম্পাদক অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবু আলা মো. হালিমুজ্জামান হেলালী, অর্থ সম্পাদক অ্যাড. মো. নুরুল ইসলাম লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শাহজাহান কবির, ট্রেজারি সম্পাদক অ্যাড: নুরুল ইসলাম, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক  অ্যাড. মো. আতিকুর রহমান সোহাগ, সদস্য  অ্যাড. মো. ইদ্রিস আলী, অ্যাড. মো. আসাদুজ্জামান রনি, অ্যাড. মো. আবুল কালাম আজাদ ও অ্যাড. জয়ন্ত রায়।

এছাড়াও বিভিন্ন অ্যাডভোকেটবৃন্দ, আইনজীবী নির্বাচন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত রবিবার ১০ এপ্রিল ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১২ টি বিভিন্ন পদের মধ্য আ’লীগ সমর্থিত ১১ টি পদে এবং   বিএনপি ১ টি পদে জয়লাভ করেন।