সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের, পলিপালাশ গ্রামের কৃতি সন্তান, তুরস্ক প্রবাসী ড. মোস্তফা ফয়সাল পারভেজ IIFSO এর সেক্রেটারি জেনারেল নির্বাচিত।
উল্লেখ্য যে, বিশ্বের ষাটের অধিক দেশের ১০৫টি ছাত্র ও যুব সংগঠন IIFSO (International Islamic Federation of Student Organizations) সদস্যপদ নিয়ে কাজ করছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ছাত্র ও যুবকদের জাতিসংঘ বলে পরিচিত, সকল ইসলামিক সংগঠনের মাদার অর্গানাইজেশন হিসেবে কাজ করছে।
প্রসঙ্গত, ইস্তাম্বুলে চলমান দুইদিনব্যাপী IIFSO General Assembly এর দ্বিতীয় দিনে অংশগ্রহণকৃত ৬০টি দেশের ছাত্র ও যুব প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আগামী ৪ বছরের জন্য সেক্রেটারি জেনারেল নির্বাচিত ড. মোস্তফা ফয়সাল পারভেজ ।