আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৬ নভেম্বর) দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
পরিবহন প্রতিষ্ঠান প্রিসিশান এয়ারের তথ্য অনুসারে, মওয়ানজা থেকে বুকোবা যাচ্ছিল পিডব্লিউ-৪৯৪ বিমানটি। এতে ৪৯ জন যাত্রী ছিল। অবশ্য পানির উচ্চতা খুব বেশি না হওয়ায় উদ্ধার করা গেছে বেশিরভাগ আরোহীকে। তাদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাণে বেঁচে গেছেন দুই পাইলটও।
তাদের মতে, ঝড়ো আবহাওয়ার কারণে তারা বিমানের ওপর নিয়ন্ত্রণ হারান। রানওয়েতে নামার চেষ্টা করলেও শেষ মুহূর্তে ব্যর্থ হন। ১৯৯৩ সাল থেকে দেশটির অভ্যন্তরীণ রুটে চলছে এআরটি ফোরটি টু সিরিজের বিমানটি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির প্রায় দুই তৃতীয়াংশ ভিক্টোরিয়া লেকে ডুবে গেছে। বিমানটির উপরের অংশ কেবল পানির ওপরে দৃশ্যমান। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এক টুইট বার্তায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।