সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে একটি ডাকটিকেট অবমুক্ত করেছে তুরস্ক সরকার। গত ২৭ জুলাই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ওই ডাকটিকেট অবমুক্ত করা হয়। মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইং আয়োজিত ওই অবমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইংয়ের মহাপরিচালক ডেনিজ চাকারের আমন্ত্রণে অবমুক্তি অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রদূত। বিশেষ ওই অনুষ্ঠানে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান বলেন: মুজিব বর্ষে এই ডাকটিকেট অবমুক্তির ঘটনা দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর অবদানের কথাও স্মরণ করেন রাষ্ট্রদূত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *