লাইফস্টাইল ডেস্কঃ প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং ফ্যাটি অ্যাসিডের অভাব থাকলে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যেতে পারে। রুক্ষ ত্বক প্রতিরোধ করতে অবশ্যই হাইড্রেটেড থাকতে হবে। পরিবেশগত কারণ থেকে ত্বককে রক্ষা করতে হবে। একটি স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে হবে। এ ছাড়াও, কিছু ফেস প্যাক রয়েছে যা আপনাকে মসৃণ ত্বক অর্জনে সহায়তা করতে পারে।

চলুন তাহলে জেনে নেই ঘরোয়া ফেসপ্যাক বানানোর পদ্ধতি-

হলুদ এবং দুধের ফেসপ্যাক

হলুদ গুঁড়ো এবং দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে লাগান। এবার ১৫ মিনিটের জন্য শুকাতে দিন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁপে ও মধুর ফেসপ্যাক

একটি পাকা পেঁপে কচলে নিন। এবার এতে মধু মিশান। আপনার মুখে প্যাকটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এবার ধুয়ে ফেলুন।

টমেটো এবং শসার ফেসপ্যাক

টমেটোর পাল্প এবং শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে লাগান। ধুয়ে ফেলার আগে ২০ মিনিটের জন্য রেখে দিন।

বেসন ও হলুদের ফেসপ্যাক

বেসন ও হলুদের গুঁড়া নিন। এগুলো দুধ বা দইয়ের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে লাগান। ধুয়ে ফেলার আগে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন।

অ্যালোভেরা এবং শসার ফেসপ্যাক

অ্যালোভেরা জেল এবং শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে ২০ মিনিটের জন্য রেখে দিন।