ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রংপুর বিভাগে দীর্ঘ লম্পে প্রথম স্থান অর্জনকারী শাহপরান সিয়াম (১৪) কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পরে তার সাফল্যে ও মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নিবার্হী অফিসার সুমন দাসের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। এসময় শাহপরান সিয়াম, তার মা সাহেরা খাতুন, দাদা সুরত জামাল মিয়া, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

উল্লেখ, গত ২৭ ফেব্রুয়ারি রংপুরের  শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত  শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার ‘ক’ বিভাগের দীর্ঘ লাফ(লং জাম্প) ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন সিয়াম। এ ইভেন্টে তিনি ১৯ দশমিক ৯ ফুট দূরত্ব অতিক্রম করেন। এর আগে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

সিয়াম ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তিনি উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্ৰামের হোসেন আলী ও সাহেরা খাতুন দম্পতির ছেলে।

সিয়াম বলেন, রংপুর বিভাগে সেরা হতে পেরে আমি গর্বিত। অনুশীলন চালিয়ে যাচ্ছি, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দেশ সেরা অ্যাথলেট হতে চাই।

সিয়ামের মা সাহেরা খাতুন বলেন, শত অভাব অনটনের মধ্যে থেকেও আমার ছেলে রংপুর বিভাগে সেরা হয়েছে এজন্য আল্লাহর কাছে শোকরিয়া জানাই। সকলে দোয়া করবেন তার দেশ সেরা হওয়ার স্বপ্ন যেন পূরণ হয়।

ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, সিয়াম আমাদের বিদ্যালয় তথা উপজেলার মুখ উজ্জ্বল করেছে।তার পড়ালেখা ও অ্যাথলেটিক প্রতিযোগিতার বিষয়ে সহযোগিতা অব্যাহত রয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার সুমন দাস বলেন, সিয়াম  আমাদের অনুপ্রেরণার উৎস। সে যেন তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেজন্যই আজকের এ আয়োজন। আমাদের এই প্রয়াস। তাছাড়া জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য তাকে সার্বিক সহায়তা করা হবে।