আন্তর্জাতিক ডেস্কঃ গত দুই দিনে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সবশেষ গতকাল শুক্রবার (১৭ মার্চ) অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, ওই ব্যক্তি একটি ছুরি নিয়ে এগিয়ে আসছিলেন। খবর আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তির নাম ইয়াজান ওমার জামিল খাসিব (২৩)। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে উত্তরাঞ্চলীয় প্রবেশপথ এল-বাইরেহতে তাকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী।

তবে ইসরায়েলি বাহিনীর কোনো সদস্যেরই কোনো ক্ষতি হয়নি। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘একজন সন্দেহভাজনকে দেখতে পান এবং তার পরিচয় জানতে চান’। তখন একটি ছুরি বের করেন ইয়াজান এবং তাকে ‘নিষ্ক্রিয়’ করতে গুলি করে ইসরায়েলি বাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ওই যুবককে এল-বাইরেহ’র নিকটবর্তী ফিলিস্তিনি গ্রাম বেইতিনের কাছে গুলি করে হত্যা করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে তাদের হত্যা করা হয়।