স্পোর্টস ডেস্কঃ গতকাল সোমবার দিবাগত মধ্যরাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে স্ত্রীসহ দুবাইয়ের উদ্দেশে রওয়ানা করেন ২৬ বছর বয়সী পেসার মোস্তাফিজ। ভিসা জটিলতায় রবিবার সাকিবের সাথে তিনি যেতে পারেন নি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এর আগে আসরটি ভারতে অনুষ্ঠিত হলেও করোনা মহামারির কারনে মাঝপথেই থেমে যায়। আসর স্থগিত হবার আগে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজ। দলের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন। সাত ম্যাচে ওভার প্রতি ৮.২৯ গড়ে রান দিয়ে নেন ৮টি উইকেট।

আগামী ২১ সেপ্টেম্বর রয়েছে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। তার আগে অবশ্য ৭ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে ফিজকে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *