আজ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে হয়ে গেল বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থার সাধারণ সম্পাদক প্রয়াত উদয়ন বড়ুয়া লেখক ও সংগঠক প্রয়াত শ্রীমান বড়ুয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজনীতিবিদ প্রয়াত দুলাল কান্তি বড়ুয়া দুলুর স্মরণানুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক বরুণ বড়ুয়া ও সভাপতি অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৪ ঘটিকায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি প্রাক্তন প্রেসিডেন্ট অজিত রঞ্জন বড়ুয়া এবং একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে প্রয়াত ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা ও তাঁদের প্রদর্শিত পথসমূহ নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি কেন্দ্র করে গত ১৮ মার্চ মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধবিহারে প্রয়াতদের উদ্দেশ্যে সংঘদান ও অষ্টপরিষ্কার দান করা হয়।