মোঃ মোস্তাফিজুর রহমানঃ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে একযোগে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পঁচিশজনকে টিকা দেয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টিকাদান কর্মসূচি। কাল প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই অ্যাপসের মাধ্যমে নিবন্ধন শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ জনের টিকাদান পর্যবেক্ষণ করবেন। পরবর্তীতে আরো কয়েকজন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা সদস্য ও সাংবাদিকরা টিকা পাবেন।

তবে সবাইকে টিকা নিয়ে কোন ধরণের রাজনীতি বা বিভ্রান্তি বা অপপ্রচার না ছড়ানোর জন্যও অনুরোধ করে আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *