বিনোদন  ডেস্ক/S.H:

বলিউডের কুইন কঙ্গনা রানাউত প্রায় দিন কোন কোন বিষয় নিয়ে চর্চায় থাকেন । এইবার শক্তিশালী এই অভিনেত্রী বিপাকে পড়েছেন পাসপোর্ট নিয়ে। ২০২০ সালে পাসপোর্টের মেয়াদ শেষ হলেও দেশদ্রোহী মামলার কারণে পাসপোর্ট রিনিউ করতে পারছেনা বলিউডের কুইন।

আলোচনা -সমালোচনার জীবন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। অভিনয়ে দক্ষ এই অভিনেত্রী মানুষ মন জয় করে নিয়েছেন নিজের মতামত প্রকাশের মাধ্যমে। যদি মতামত প্রকাশ কারণে নেটিজনদের সমালোচনার মুখে পড়েছেন অনেকবার। তবে বিপত্তি দেখা দেয় সোশ্যাল মিডিয়ায়তে ধর্ম নিয়ে মন্তব্য করার কারণে৷ নেটিজনদের মতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কঙ্গনা সাম্প্রদায়িক বিষ ও ধর্মীয় সম্প্রতি নষ্ট করছেন। তাই অভিযোগ উঠে এই তারকার বিরুদ্ধে। দেশদ্রোহী মামলা করা হলেও তা প্রসেসিং হয়নি এখনো৷ তবে কঙ্গনা বিপাকে পড়ে এরপর। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে শেষ হয় কঙ্গনার পাসপোর্টের মেয়াদ। কিন্তু মামলা থাকার কারণে রিনিউ করা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে ভারতের পাসপোর্ট অফিস কঙ্গনাকে জানান হাইকোর্টের নির্দেশ ছাড়া তারা পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। এর পরপরই কঙ্গনা হাইকোর্টের আপিল করলে তারা জানান, “আবেদন পত্রে কিছু পরিবর্তন প্রয়োজন। কঙ্গনা তা পরিবর্তন করে সঠিক তথ্য দিলে তারা কঙ্গনার পাসপোর্ট রিনিউ করতে আদেশ দিবে।” তবে কঙ্গনা এখন এই বিষয়ে গণমাধ্যমকে  এখন পর্যন্ত কিছু বলেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *