সিএনবিডি ডেস্কঃ আজ দেশের ইতিহাসে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে ৭৪ জন মারা গেছেন। ফলে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে। আর একই সময়ে নতুন করে ৬ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

এর আগে বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৬৩ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *