সিএনবিডি ডেস্কঃ আজ সকালে দেশে করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ‘মলনুপিরাভির’অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। যার প্রেক্ষিতে মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণরোধে অ্যান্টিভাইরাল ওরাল পিল বা মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ দেশের বাজারে এনেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। যার জেনেরিক সংস্করণের নাম হবে ‘ইমোরিভির’। আগামী সপ্তাহ থেকে বেক্সিমকোর তৈরি ক্যাপসুল ‘ইমোরিভির’ বাজারের সর্বত্র পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।
তিনি বলেন, দেশের ফার্মেসিগুলোতে আজ থেকে দেশে করোনার মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ১৮ বছরের বেশি বয়সী করোনায় আক্রান্ত রোগীকে ৪০ ডোজ খেতে হবে। প্রতিটি ৭০ টাকা করে ধরলে দাম পড়বে ২ হাজার ৮০০ টাকা। চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে সংক্রমণ প্রতিরোধে ৪০টি পিল খেতে হবে।
চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) এই ওষুধটি দেয়। সর্দি-জ্বরের চিকিৎসার জন্য তৈরি করা ‘মলনুপিরাভির’বড়ি করোনা আক্রান্ত রোগীর সেবায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া গেছে। এই ঔষধ সেবনে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি ৫০-৬০ শতাংশ কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধী খাওয়ার ওষুধ মলনুপিরাভির দেশে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, এসকেএফ, জেনারেল, বিকনসহ ৮ থেকে ১০টি ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠানে আবেদন করেছে। তবে শুধু বেক্সিমকোকে অনুমোদন দেওয়া হয়েছে। যদিও অনুমোদন প্রক্রিয়ায় আরও প্রতিষ্ঠান রয়েছে। এটি দেশেই উৎপাদন করা হবে। সবকিছু ঠিক থাকলে এটি এখন দেশে জরুরি ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে লাগেভ্রিও (মলনুপিরাভির) নামে মুখে খাওয়ার এই ওষুধ। ওষুধটি সেবন করলে করোনায় আক্রান্তদের মৃত্যু কমবে। ওষুধটি পাঁচদিন আগে যুক্তরাজ্য সরকার অনুমোদন দিয়েছে।