মোঃ মোস্তাফিজুর রহমানঃ দেশে চলমান মহামারি করোনার প্রকোপ অনেকাংশে কমে গেলেও প্রতিদিন মারা যাচ্ছেন অনেকেই। দেশে গত ২৪ ঘন্টায় নভেল করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ হাজার ১১১ জনে। একই সময়ে করোনায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। ফলে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন।

আজ শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ শতাংশ।

গত ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে  ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *