নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মুজিব বর্ষ উপলক্ষে “মুজিব শতবর্ষে শতবলের” ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। নওগাঁ জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় ষ্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ূন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গুলোকে নিয়ে মোট আটটি দলে বিভাজন করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো হচ্ছে জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা পুলিশ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নওগাঁ উপকেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ সমন্বিত দল, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ সমন্বিত দল এবং জেলার অন্যান্য বিভাগ/দপ্তরের সমন্বিত দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *