নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যান্ড টিউবওয়েল ও হত দরীদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১লা জুলাই) বেলা এগারো টায় উপজেলা পরিষদ মাঠে টিউবওয়েল এবং উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ,হাট-বাজারে ও দরিদ্র অসহায় মানুষের মাঝে ৭৫টি হ্যান্ড টিউবওয়েল এবং ২৫জন হতদরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন আত্রাই –রানীনগরের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচাজ মোঃ তারেক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদদক মোঃ সাইফুল ইসলাম, মহিলা নেত্রী জাহেদা বেগম, উপজেলা ছাত্র লীগ সভাপতি মসনদ মেহেদী স্বরুপ প্রমূখ।