কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই পাইট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দীন প্রামানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন টগর, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম শেখ, মোঃ এনামূল হক, দুদু মিঞা, শিক্ষিকা ফৌজিয়া বেগম প্রমূথ।

বিকাল তিনটায় বিদ্যালরয়ের শিক্ষার্থীদের সমন্নয়য়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।