কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরের আরজী নওগাঁ মধ্যপাড়া নিমাই বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্রাই থানার ভোঁপড়া ইউনিয়নের বাঁকা গ্রামের আব্দুস সোবহানের ছেলে খালেক রানা( ৩৬) এর স্ত্রীর কাছে সেলাই এর কাজ শিখত (ছদ্মনাম) সুমাইয়া (১১) প্রতিদিনের ন্যায় ঘঠনার দিন বিকালে কাজ শেখার জন্য শহরের আরজী নওগাঁ মধ্যপাড়া নিমাই বটতলী এলাকায় (ইকবালের বাসায়) ভাড়া বাসায় গেলে আসামীর স্ত্রী বাসায় অনুপস্থিত এর সুযোগে খালেক রানা কৌশলে তার শয়ন ঘরের মধ্যে ডেকে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে মেয়ের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে খালেক রানা মেয়েকে রেখে দৌড়ে পালিয়ে যায়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, খালেক রানার বিরুদ্ধে রাতে ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ দিয়েছে মেয়েটির মা। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মামলা রুজু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *