কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্তদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

আজ শনিবার বেলা এগারো টায় কর্মসূচির অংশ হিসেবে শহরের“এটিম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান মালা শুরু হয়।

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন।

পরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে প্রধান সড়ক ধরে বাজার, বাটার মোড়, কেডির মোড়, মুক্তির মোড় হয়ে পুনরায় এটিম মাঠে এসে শেষ হয়।পরে সেখানে ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় নওগাঁ এবং পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে কমপক্ষে বিশটি ঘোড়া সওয়ার অংশ গ্রহন করে।

একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা সাবেক এমপি ওহিদুর রহমান,অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃশরিফুল ইসলাম খান সহ কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশা বয়সের হাজার হাজার মানুষ এদিন মাঠে উপস্থিত থেকে ঘোড়াদৌড় প্রতিযোগীতা উপভোগ করেন।