কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার স্থানীয় সাংবাদিক মোঃ নবির উদ্দিনের স্ত্রী নিলুফা বেগম (৬০) এর মৃত্যু হয়েছে বলে পারিবারিকভাবে অভিযোগ করা হয়েছে। এ ব্যপারে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত মনগড়া তদন্ত কমিটি কর্তৃক অসত্য বাখ্যা বিশ্লেষন সম্বলিত একটি রিপোর্ট দাখিল করা হয়েছে যা মৃতের পক্ষ থেকে পারিবাকিভাবে প্রত্যাখান করা হয়েছে। সেই সাথে একটি নিরপেক্ষ কমিটির দ্বারা বিষয়টি নিষ্পত্তি করার দাবী জানানো হয়েছে।

পারিবরিক ভাবে এবং হাসপাতালের বিভিন্ন দলিলপত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে গত ২১ সেপ্টেম্বর বিকাল অনুমান আড়াইটার দিকে প্রবীন সাংবাদিক মোঃ নবির উদ্দিনের স্ত্রী নিলুফা বেগমের সামান্য শ্বাসকষ্ট অনুভুত হয়। শ্বাসকষ্ট যাতে আর বেশী না হয় তার সতর্কতার কারনে সাথে সাথে হাসপাতালে অক্সিজেন দেয়ার জন্য নেয়া হয়। অত্যন্ত স্বাভাবিক অবস্থায় হাসপাতালে নেয়া হয়। ভর্তির পর রোগি নিজেই একা বাথরুম পর্যন্ত যান। সেখান থেকে ফিরে এসে তাকে অক্সিজেন দেয়া হয়। তখনও তার অবস্থা স্বাভাবিক ছিল। মোঃ নবির উদ্দিন এবং তাঁর একমাত্র জামাই কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক
মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন অক্সিজেন দেয়ার পর সিনিয়র ষ্টাফ নার্স জবা রানী বাড়ৈ পরবর্তীতে সার্জেল এবং ল্যাসিক্স নামের দু’টি ইনজেকশন একসাথে করে সরাসরি ভ্যানে পুশ করেন। ইনজেকশন পুশ করার সাথে সাথেই রোগির অবস্থা সংকটাপন্ন হয় এবং মাত্র ২/৩ মিনিটের মধ্যে রোগির মৃত্যু ঘটে।

চিকিৎসক এবং নার্সরা তরিঘড়ি করে মৃত্যু সনদপত্র দিয়ে মৃতদেহ হাসপাতাল তেকে সরিয়ে নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মৃতদেহ সৎকার করার কাজে ব্যস্ত থাকার কারনে সে সময় বিষয়টি নিয়ে পরিবারের লোকজনের ভাবনার অবকাশ না থাকলেও পরবর্তীতে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।

পরবর্তীতে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করলে চিকিৎসক ও নার্সদের অসংলগ্ন কথাবার্তা নানা সন্দেহের অবকাশ সৃষ্টি করে। নার্সদের পক্ষ থেকে বলা হয়েছে সার্জেল এবং ল্যাসিক্স দু’টি ইনজেকশন পৃথক পৃথক ভাবে ক্যানোলার মাধ্যমে পুশ করা হয়েছে। আবার কোন নার্স বলেছেন একটি মাত্র ইনজেকশন করা হয়েছে। চিকিৎসক এবং সেবিকাদের বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা এবং রোগির আপনজন ও পাশ্ববর্তী রোগীদের পর্যবেক্ষন পর্যালোচনা করে রোগির পারিবারিকভাবে নিশ্চিত দাবী করেছেন যে অপ-চিকিৎসা বা ভুল চিকিৎসার কারনেই মৃত্যুর এই ঘটনা ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *