নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মহিলা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধের লক্ষ‍্যে জেলা তথ‍্য অফিস এই সমাবেশের আয়োজন করে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থেকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ‍্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো: মাসুদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিপি সাহা এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরেরর উপপরিচালকের প্রতিনিধি আমেনা খাতুন।

বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন।

বক্তাগন আবহমান থেকেই চলে আসা অসাম্প্রদায়িকতা বজায় রেখে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ  গড়ে  তোলার আহবান জানান। এর আগে জেলা তথ‍্য অফিসের শিল্পীরা সাম্প্রদায়িক সম্প্রীতির সংগীত পরিবেশন করেন।