অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : “একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকশই জীবন” এই প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ফটক থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা গেট থেকে ঘুরে আসে। পরে উপজেলা চত্বরে কয়েকটি গাছ রোপণ করা হয় ও উপজেলা সভা কক্ষে আলোচনা সভা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অনিমেষ সোম এ  সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপজেলা উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন ও ১ নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মো : জিয়াউর রহমান মানিক নবাবগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি আতিকুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।