অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ইউ,পি নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে দলীয় কার্যলায় থেকে উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ১নং জয়পুর ইউনিয়নের মোঃ আইনুল হক চৌধুরী, বিনোদনগর ইউনিয়নের মোঃ সানোয়ার হোসেন মন্ডল, ৪নং শালখুরিয়া ইউনিয়নের মশিউর রহমান, ৫নং পুটিমারা ইউনিয়নের সরোয়ার হোসেন, ৬নং ভাদুরিয়া ইউনিয়নের বাবুল আহসানুল কবীর(শামীম), মাহমুদপুর ইউনিয়নের আমির হোসেন, ৯নং কুশদহ ইউনিয়নের আবু সাহাদত মোহাম্মাদ সায়েম আলী স্ব-স্ব রির্টানিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক শাহ আলমগীর, স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নে জয়ের আশা ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *