অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট স্কুল এন্ড কলেজ ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ ফেব্রুয়ারী প্রতিষ্ঠান দুটিতে দিনব্যাপি এসকল কর্মসূচি পালিত হয়।
সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজে উদ্বোধনী ক্লাস নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, বিশেষ অতিথি ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন।
কলেজ গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক আইয়ুব আলীর সঞ্চালনায় এসময় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান সরকার, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা মানিক মিয়া বাবু বক্তব্য রাখেন।
অন্যদিকে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ১১ উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী।
কলেজ গভর্নিং বডির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও রসায়ন বিষয়ের জেষ্ঠ প্রভাষক আতাউর রহমান তাজুলের সঞ্চালনায় এ সময় অধ্যক্ষ আব্দুল হানিফ, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে স্থানীয় ও কলেজের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।