আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে। তাদের সবার বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। এতে আহত ১৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা বেশ গুরুতর।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে। স্কুলের শ্রেণিকক্ষগুলো খড়ের তৈরি ছিল বলে আগুন দ্রুত ছড়িয়েছে। পুড়ে ছাই হয়েছে তিনটি শ্রেণিকক্ষ। সে সময় পুরোদমে ক্লাস চলছিল। সে সময় পুরোদমে ক্লাস চলছিল।

এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।

এদিকে এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানান প্রতিকূলতা সত্ত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুলভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেকসময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে দেখা যায়।

এর আগে চলতি বছরের শুরুতে দেশটির রাজধানী নিয়ামের একটি স্কুলে আগুনে পুড়ে মৃত্যু হয় ২০ শিশুর। সবাই নার্সারির শিক্ষার্থী ছিল। স্কুলের বহির্গমন পথ বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় স্কুল থেকে বের হতে পারেনি তারা। ওই ঘটনায় খড়ের ২৮টি শ্রেণিকক্ষ পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

সূত্র: বিবিসি। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *