স্বাস্থ্য ডেস্কঃ ডা. মো. নাসির উদ্দিন রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. মো. নাসির উদ্দিনকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডা. মো. নাসির উদ্দিন বর্তমানে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকস্যাস ডিজিজেসের (বিআটিআইডি) পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।