যুবায়ের, জবি প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩২ যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেড ধাক্কা দিলে ডুবে যায় স্পিডবোটটি। দুর্ঘটনায় ২৬ জন নিহত ও কয়েকজন আহত হন। নিহতদের একজন জবি শিক্ষার্থী শাহাদাত। সম্প্রতি তিনি মাদারীপুর থেকে ঢাকায় আসেন একটি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এবং ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনার শিকার হন।
জানা যায় , শাহাদাত হোসেন মোল্লা (২৯) গ্রামের বাড়ি মাদারীপুরেরর শিবচর উপজেলার নিয়ামতকান্দী গ্রামে।তার বাবা আদম আলী মোল্লা ও মা রিজিয়া বেগম দম্পতির ছয় ছেলে ও চার মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন শাহাদাত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও  এ বছর মাস্টার্স পাস করেন। একটি চাকরির মৌখিক পরীক্ষা দিতে তিনি ঢাকায় আসেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটে উঠেন। নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে প্রাণ হারান।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল বলেন, “শাহাদাতের মৃত্যুতে আমরা শোকাহত। এভাবে একজন মেধাবী শিক্ষার্থীর প্রাণ চলে গেল, কোনোভাবে মেনে নেয়া যায় না। স্পিডবোট চালকদের আরো প্রশিক্ষণ ও সতর্কতা মেনে চলতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নজরদারির আহ্বান জানাই। তার শোকাগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *