আন্তর্জাতিক ডেস্কঃ জেসিন্ডা আর্ডান পদত্যাগ করার পর নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্স। আজ বুধবার (২৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ক্রিস হিপকিন্স সেদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি বেশ খ্যাতির সাথে করোনাকালীন সময়ে তার মন্ত্রণালয় চালিয়েছেন।

শপথ নিয়ে ক্রিস হিপকিন্স বলেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, মহামারি-পরবর্তী অর্থনীতিকে চাঙা করাই তার প্রথম এবং প্রধান কাজ। তার রাজনৈতিক প্রতিশ্রুতি হল, সকল কিউইদের জন্য সুযোগ সুবিধা প্রদান করা, যারা কঠোর পরিশ্রম করতে চায়। এছাড়া প্রতিটি নাগরিক যেন তাদের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারে এবং পরিবারের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে পারে।

এদিন ক্রিসের সঙ্গে কারমেল সেপুলোনি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্যাসিফিক আইল্যান্ড থেকে এই প্রথম কেউ নিউজিল্যান্ড প্রশাসনে এত বড় পদ পেলেন।

গত সপ্তাহে হঠাৎ পদত্যাগ করার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা। তিনি বলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং করোনা মহামারি সামলাতে হয়েছে তাকে। এবার কাজ থেকে অব্যাহতি দিয়ে নিজের কাজ এবং পরিবারের সঙ্গে থাকতে চান তিনি।

পার্লামেন্টে এ কথা জানিয়ে গভর্নমেন্ট হাউসে রাজা চার্লসের প্রতিনিধির হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন জেসিন্ডা। তার পদত্যাগের কথা শুনে পার্লামেন্টের সদস্যরা কার্যত হতবাক হয়ে পড়েছিলেন।

এদিকে, আজ বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসবেন ক্রিস হিপকিন্স।