লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ১৪দিন পর মনছুর আলী (২৭) এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার  ওসি আতিকুর রহমান ও এসআই শরিফুল ইসলাম পিপিএম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, মাটির নিচে থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের পুত্র। তিনি ২ সন্তানের জনক।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ রাতে আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা বলে থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এ ঘটনায় গত ২ মার্চ থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ প্রবাসী মনছুর আলীর বোন বুলু আক্তার। পরে ৮ মার্চ অপহরণ মামলা কার হয়।