এবার চিত্রনায়িকা মাহিয়া নিজের ছেলের নাম জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে ছেলের নাম প্রকাশ করেছেন মাহিয়া মাহি। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, মো: মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।’

এদিকে মাহি হাসপাতালে থাকাকালীনই তার স্বামী রকিব সরকার জানিয়েছিলেন, আমাদের ‘ফারিশতা’ নামে একটা রেস্তোরাঁ আছে। সেই নাম থেকে ‘তা’ বাদ দিয়েছি। আপাতত ছেলের ডাকনাম রেখেছি ফারিশ। পরে বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভালো নাম রাখা হবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন মাহিয়া মাহি