মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কবির মিয়া(৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪ঃ ৪৫ মিনিটে নীলফামারীর কলেজ স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার নাদিরুজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জিআরপি থানার ওসি শফিউল ইসলাম।
স্থানীয় সুত্র জানায়, গরু নিয়ে রেললাইন অতিক্রম করছিলেন কবির। এ সময় সৈয়দপুর থেকে চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় সে।
ওসি শফিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।