মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হলো বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ। এ উপলক্ষে বৃহষ্পতিবার (১৪ই এপ্রিল) সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষীণ শেষে আবার সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এসময় বক্তব্য রাখেন। এরপর সেখানে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী, হাসপাতাল ও সরকারী শিশু পরিবারে বাঙ্গালী খাবারের ব্যাবস্থা করা হয়।