মোঃ রাকিবুল হাসান, ডোমার (উপজেলা) প্রতিনিধিঃ ডোমারের চিলাহাটিতে গত বুধবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিটে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত ব্যক্তির নাম আকিব ইসলাম (৩৫)। চিলাহাটি ১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে ৭নং ওয়ার্ড পুরাতন জনতা ব্যাংক সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটেছে। নিহত আকিব ইসলাম ঐ গ্রামের চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক জনাব মোঃ আবিদ হোসেন পলাশের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আকিব ইসলাম আত্মহত্যা করেছে। আকিব ইসলাম কাতারে চাকুরী করতেন। কিছুদিন আগে বাড়ী আসেন। আকিব ইসলাম ৬-৭ মাস আগে ঠাকুরগাঁও জেলায় বিয়ে সম্পন্ন করেন।তার স্ত্রী বাবার বাড়ীতে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় আকিব ইসলাম বাবা-মার সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ভোগডাবুরী ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাটি শুনে আমি দ্রুত তার বাড়িতে আসি, তার বাবা বলেন আকিব ইসলাম তার বাবার কাছে জমি চেয়েছে, তার বাবা কয়েকদিন পর দিতে চেয়েছে এই অভিমান করে গলায় ফাঁস লেগে আত্মহত্যা করেছেন আকিব ইসলাম।