মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে  দলীয় কার্যালয়ে করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়।

এছাড়া বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বানিয়াজান সদর ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা মো: আব্দুল কাইয়ুম রোকন, হাজী মোজাম্মেল হক, সায়েদুল হক তালুকদার, মিজানুর রহমান খান নন্দন, ছানোয়ার উদ্দিন ছানু, মো: আব্দুস সেলিম মনি, জাহাঙ্গীর হাসান, মো: মাহফুজুল ইসলাম খান শিরিন, মো: সিদ্দিকুর রহমান মাষ্টার, আরিফুজ্জামান খান টিটু, মো: মহিবুব হাসান লিটন, সিরাজুল ইসলাম খান লিটন, মো: ইবায়েত হোসেন মানিক মো: কামরুজ্জামান কাজল, মো: জহিরুল ইসলাম খান হীরা, হায়দার জাহান সাগর, আল-মোমেন পাঠান জুয়েল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তানিয়া নাজনীন চৌধুরী রেখা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম শাহীন, সম্পাদক মো: কবীর তালুকদার, যুবলীগ সহ-সভাপতি মো: আবু বক্কর, যুগ্ম সম্পাদক আরমান কবীর নিলয়, তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক মো আলী খানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ সকল স্তরের নেতৃবৃন্দ প্রমূখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *