মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় বিনামুল্যে শিশু সার্জারি সেবা ক্যাম্প ও জনসচেতনতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রভাত ঢাকা জেলা এর সহযোগিতায় মারকাযুল মিজবাহ ওয়াত তারবিয়াহ মাদ্রাসায় দূর্গাশ্রম, অভয়পাশা, আটপাড়া, নেত্রকোণা এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনা মূল্যে শিশু সাজারী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত ডাক্তার মোঃ সামিউল হাসানসহ ৬ জন অভিজ্ঞ ডাক্তার ও ৭ জন সহকারী।
অন্যন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক মোঃ হুমায়ুন, প্রধান শিক্ষক দূর্গাশ্রম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, প্রতিষ্ঠানের জমিদাতা মোঃ তাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে ডাক্তাররা সকাল থেকে সন্ধ্যা ০ থেকে ২৮ বছর পর্যন্ত বয়সী ৩০০জন রোগি দেখেন।