মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ জনপ্রিয় চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী মসজিদে মুসল্লীদের সাথে ইফতার ও দোয়াতে অংশগ্রহন করেছেন ৷ গত সোমবার সন্ধ্যায় তার দেশের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জে তার দাদার বাড়িতে ফাগুয়াতে মসজিদে মুসল্লীদের সাথে ইফতার করেন তিনি । এর আগে তিনি অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। তিনি ১০০ জনের মাঝে ঈদের উপহার বিতরণ করেন।

নির্মাতা ও শিল্পী বাপ্পী বলেন, ব্যস্ততার জন্য প্রতিবার গ্রামে আসা না হলেও তিনি তার সহযোগিতা অব্যাহত রাখেন। এ বছর তিনি আসতে পেরে অনেক ভালোলাগার বিষয়টি প্রকাশ করেন ।

উল্লেখ্য, যে তিনি প্রতি বছর দাদার প্রতিষ্ঠিত স্কুলে বৃত্তি প্রদান করেন। শিল্পী নাজমুল হক বাপ্পীকে কাছে পেয়ে তার গ্রামের বাড়ির সবাই অনেক আনন্দিত হয়েছেন।