নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার (৪০) নামে একজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার (৪০) নামে একজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে

এর আগে বুধবার রাতে লিটন সরকারের রিুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর তাকে তার শশুর বাড়ির এলাকা খালিয়াজুরীর নগর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। লিটন সরকার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুধাংশু সরকারের ছেলে। সে পেশায় কৃষক। তার এক স্ত্রী ও দুটি সন্তান আছে।

এসব তথ্য নিশ্চিত করেন, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

মামলার বরাত দিয়ে ওসি জানান, প্রায় চার মাস আগে মুঠোফোনের মাধ্যমে কিশোরীটির প্রেম হয় অভিযুক্ত লিটন সরকারের সঙ্গে। প্রেম চলাকালীন এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নগর ইউনিয়নের নয়াগাঁও বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেবেশ তালুকদারের ফাঁকা বৈঠকালয়ে মেয়েটিকে ধর্ষণ করে লিটন। চলতি মে মাসের ৫ তারিখ রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত ওই ধর্ষণের পর মেয়েটিকে সঙ্গে না নিয়ে এবং বিয়ে না করে লিটন পালিয়ে যায়। লিটন পালিয়ে নিরুদ্দেশ হবার কিছুক্ষণ পর মেয়েটি নিরুপায় হয়ে ধর্ষণের ঘটনাটি স্থানীয়দের জানায়।

পরে স্থানীয়রা মেয়েটিকে তার নিজের পরিবারের হেফাজতে দেয়। তারপর তারা লিটনকে আরো খুঁজাখুঁজি করেও না পেয়ে মেয়েটির বাবা বাদি হয়ে ওই ধর্ষণ মামলা করেন।