মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওমীলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের বিশিউড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ৪ মে রোজ মঙ্গলবার তারাবিহ্ নামাজের পর স্থানীয় ২৫-৩০ জনের একটি দুষ্কৃতকারী দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে।

চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, আনিসুর রহমান, মাসুদ করিম এর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দুষ্কৃতকারী দল দেশীয় অস্ত্র নিয়ে আমার দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

সিদ্দিকুর রহমান আরো জানান, সংঙ্গবদ্ধ দলটি দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজী, জমিদখল, শালিশে ঘুষ নেওয়াসহ বিভিন্ন বেআইনি কাজ করে আসছিল। আমি এই সব অন্যায়ের প্রতিবাদ করায় ওদের চোখে কাল হয়ে দাঁড়িয়েছি।

নেত্রকোনা মডেল থানার ইনচার্জ তাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *