মো.কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন উপলক্ষে, আজ শনিবার সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

২য় পর্যায় জেলার ১০টি উপজেলায় ৯২৫টি ঘর নির্মান কাজ চলছে এরমধ্যে ৬৫টি প্রতিবন্ধী এবং ২৪টি তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের পরিবার রয়েছে ।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০জুন সারা দেশের ন্যায় নেত্রকোনার ১০ উপজেলায় ৯২৫টি গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে গৃহ প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *