মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ‘জেগে উঠি, রুখে দাঁড়াই, ফিলিস্তিনিদের পাশে দাড়াই, আরব শিশুর পাশে দাড়াই’ শ্লোগানে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে নেত্রকোনায় কাফনের কাপড় পরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহঃ বার দুপুরে মিছিলটি মোক্তারপাড়াস্থ মিতালি সংঘের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, নেত্রকোনা সাহিত্য সমাজ সম্পাদক সাইফুল্লাহ এমরান, দেশবরেণ্য কার্টনিষ্ট বিপুল শাহ, বঙ্গবন্ধু পরিষদ সম্পাদক আনোয়ার জহির লিটন, কবি স্বপন পাল, এনামূল হক পলাশ সহ
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরাইলদের অবিলম্বে হামলা বন্ধ করে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *