আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ২২ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। আজ রোববার (২৯ মে) সকালে বিমানটি নিখোঁজ হয়েছে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসোমের দিকে যাচ্ছিল এ ছোট বিমানটি। বিমানটি মুস্তাং জেলার জোমসোমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

একজন বিমান কর্মকর্তা জানায়, বিমানে ৪ জন ভারতীয় এবং ২ জন বিদেশি নাগরিক ছিলেন। তবে বিদেশি নাগরিকরা কোন দেশের তা এখনো জানা যায় নি।

উল্লেখ্য, প্রতি বছর নেপালে বহু বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে বিশ্বের সর্ববৃহৎ পর্বত এভারেস্ট অবস্থিত। ফলে দ্রুত আবহাওয়ার পরিবর্তন এবং বিভিন্ন পর্বতের কারণে নিয়মিত বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে।