বিনোদন ডেস্ক/S.H:
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নোবেল নাম সম্প্রতি একটু বেশি সমালোচনা এসেছে। এবার নোবেলকে বেয়াদব ডেকে তার সাথে চুক্তি বাতিল করলেন অমানুষ সিনেমার পরিচালক মামুন।
একের পর এক বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড দ্বারা সমালোচনার মুখোমুখি গায়ক নোবেল। তার সাথে সাংবাদিকে অপহরণ হুমকি দেওয়ায় নোবেলের বিরুদ্ধে কলাবাগান থানায় সাধারণ ডায়রি রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষের কারণে ভারতেও রয়েছে তার নামে মামলা। অনেকেই তার সাথে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার নতুন যোগ হলেন পরিচালক মামুন। তার সিনেমা “অমানুষ” টাইটেল সং গাওয়ার কথা ছিল নোবেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন “বেয়াদব দিয়ে আমার সিনেমার টাইটেল সং করার কথা ছিল, বাদ। এটাই আমার প্রতিবাদের ভাষা। “।
তার আগে নোবেলের সাথে চুক্তি বাতিল করেন দেশের অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক। নোবেলের এই সকল কর্মকাণ্ডের নিন্দা করেছে অনেকেই। অনেকেই মনে করে এই ধরনের বিকৃত মস্তিষ্কের শিল্পী শিল্প জগতের জন্য হুমকিস্বরূপ।